
দিনাজপুর : নিখোঁজের চার দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ঈশান (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ মার্চ) সকালে বাড়ির পাশে একটি গর্তে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে।
শিশু ঈশান বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ভুষিবন্দর গ্রামের গোপেন চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানায়, ১ মার্চ শিশু ঈশান নিখোঁজ হয়। তারপর একাধিক জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে শিশুটির বাবা গোপেন চন্দ্র রায় বীরগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মাইকিং করেও শিশুটিকে খুঁজে পেতে ব্যর্থ হন তার বাবা।
রোববার (৫ মার্চ) ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি গর্তে অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।