পূজামণ্ডপে কোরআন রাখার জের ধরে হামলা-ভাঙচুরের মামলায় রিমান্ডে থাকা ইকবালসহ চারজনকে আজ শুক্রবার (২৯ অক্টোবর) আদালতে তোলা হচ্ছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবালসহ আরও বাকিরা হলেন মো. ইকরাম হোসেন, মো. হুমায়ুন কবির ও মো. ফয়সাল আহমেদ। চারজনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে চাইবেন বলে জানিয়েছেন কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।
সিআইডির সূত্র থেকে জানা যায়, ইকবালকে আটকের পর থেকেই তাঁকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলা হচ্ছে। কিন্তু সংস্থার কর্মকর্তাদের মনে হয়েছে তিনি পেশাদার অপরাধীদের মতো ‘প্রশিক্ষিত’।
এছাড়া, কুমিল্লায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে উসকানি দেওয়ার অভিযোগে খুলনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার মাঝিপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরো ১০ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুর্গাপূজা চলাকালে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার ঘটনায় হামলা-ভাঙচুর হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪