প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে দিনাজপুরের ফুলবাড়ীর শ্রমজীবী সুরক্ষা ও মানবিক সহায়তা তহবিল নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। এতে সহযোগিতা করছেন বাংলাদেশ কম্পিউটার এন্ড ইন্টারনেট। একইসাথে তারা মাস্ক ব্যবহারসহ সরকারের ঘোষিত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দিচ্ছেন।
এরই মধ্যে তারা “একসাথে লড়ি, একসাথে বাঁচি” এই স্লোগান নিয়ে ফুলবাড়ী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে প্রযুক্তির বাহিরে থাকা সাধারণ মানুষদের প্রতিদিনই রেজিস্ট্রেশন করে দিচ্ছেন। এই সেবা প্রয়োজনে গ্রাম এলাকায় প্রদান করবেন বলে জানান সংগঠনের স্বেচ্ছাসেবিরা।
ফ্রিতে টিকা রেজিষ্টেশন সেবা পাওয়া ফুলবাড়ী পৌর এলাকার শ্যামলী, শিরিন পারভিন, লালু, বারিক, নুরি আক্তারসহ নেকেই বললেন, আমরা ইন্টারনেট সম্পর্কে খুব একটা বুঝি না তারা গ্রামে এসে এই সুবিধা দেয়ায় গ্রামের অনেক মানুষ সহজেই টিকা নিতে পারছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪