বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শ্রীদেবী। ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করেন প্রযোজক বনি কাপুরকে। শ্রীদেবীর জন্য সেটি প্রথম বিয়ে হলেও বনির দ্বিতীয়। বলা যায় বনির প্রথম স্ত্রী মোনার বান্ধবী ছিলেন শ্রীদেবী। সেখান থেকে হলেন সতিন। সে সময় খবরের শিরোনামও হয়েছিলেন, ‘বন্ধু যখন শত্রু!’ কীভাবে মোনা ও শ্রীদেবীর মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল এবং সেটি শেষতক শত্রুতায় রূপ নিল তা জানতে হলে ফিরে যেতে হবে অনেক পেছনে।
আশির দশকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর প্রেমের সম্পর্ক ছিল। বলিউডে তখন এ আলোচনা ছিল হটকেকের মতো। মিঠুনের সঙ্গে ঠিক কী কারণে সম্পর্কচ্ছেদ হলো সেটি দু’জনার কেউ মুখ খুলে বলেননি কখনো। এরপর আচমকাই শ্রীদেবীর জীবনে ঢুকে পড়েন বিবাহিত বনি কাপুর। মূলত তামিল ছবিতে শ্রীদেবীকে দেখেই তার প্রেমে পড়ে যান বনি। নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ছবি ‘মিস্টার ইন্ডিয়া’য় কাস্ট করার পরিকল্পনা করেন। অন্যদিকে, শ্রীদেবীর মা তার মেয়ের অভিনয় কেরিয়ারের দেখাশোনা করতেন। তাই বনির প্রথম লক্ষ্য ছিল শ্রীদেবীর মা’কে হাত করা। মেয়েকে পারিশ্রমিক বাড়িয়ে দিয়ে সেটি করেও ফেলেন।
কাজের সুবাদে এরপর থেকেই বনির বাড়িতে শ্রীদেবীর যাতায়াত শুরু হয়। বনির স্ত্রী মোনা সৌরির সঙ্গে ভালো বন্ধুত্বও তৈরি হয়ে যায়। সে সময় বনিকে দাদা বলে ডাকতেন শ্রীদেবী। ভাই হিসাবে রাখিও নাকি বেঁধে ছিলেন এক সময়। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পর, শ্রীদেবী তখন মুম্বাইয়ের একটি হোটেলে থাকতেন। মাকে রাজি করিয়ে থাকার জন্য বনি তাকে নিজ বাড়িতে নিয়ে যান। ওই সময় মিঠুনের সঙ্গেও শ্রীদেবীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ সুযোগটাই নাকি নিয়েছিলেন বনি। শ্রীদেবীর মায়ের বড় অঙ্কের ঋণ পরিশোধ করাসহ চিকিৎসার জন্য আমেরিকায়ও নিয়ে যান বনি কাপুর। এসব ঘটনার পর বনির প্রতি দুর্বল হয়ে পড়েন শ্রীদেবী। ক্রমাগত তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শ্রীদেবী। কিন্তু ততদিনে মোনা উপলব্ধি করেছেন অনেক বড় ভুল করে ফেলেছেন তিনি। দুধ-কলা দিয়ে সাপ পুষেছেন নিজের ঘরে। বন্ধুত্ব তখন রূপ নেয় শত্রুতায়।
শ্রীদেবীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ভেঙে পড়েন মোনা। মেয়ের অসহায়ত্ব দেখে মোনার মা নাকি শ্রীদেবীর গায়ে হাতও তুলেছিলেন বলে তখন শোনা গেছে। এদিকে ১৯৯৬ সালের ২ জুন শ্রীদেবীকে মন্দিরে গিয়ে বিয়ে করেন বনি। নীরবেই দুই সন্তানকে নিয়ে বনির বাড়ি থেকে সরে যান মোনা। তখন শুধু বলেছেন, ‘আমাদের ১৩ বছরের বিবাহিত সম্পর্ক ছিল। তবে যখন আমি বুঝতে পারলাম আমার স্বামী অন্য কারও প্রেমে পড়েছেন, তখন আমার আর কিছু করার ছিল না।’ জানা গেছে, মোনা কোনো দিনই নাকি বনি কাপুরকে ডিভোর্স দেননি। তাই বৈধ অর্থে তিনিই ছিলেন বনি কাপুরের স্ত্রী। ২০১২ সালের ২৫ মার্চ ক্যানসারে আক্রান্ত হয়ে মোনা সৌরির মুত্যু হয়। অন্যদিকে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার হয় শ্রীদেবীর মৃতদেহ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪