নারায়ণগঞ্জ ইসদাইর রেললাইন এলাকায় এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী শামীম (৩০) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাঁও গ্রামের বাসিন্দা ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলী ও আসিন নামের ২ জনকে আটক করেছে পুলিশ । শামীম স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়ি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভাড়া থাকতেন। এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন শামীম।
নিহতের স্ত্রী শর্মী আক্তার বলেন, তাঁর স্বামী এলপি গ্যাসের ব্যবসা করেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁর মুঠোফোনে এক ব্যক্তি ফোন করে জানান, তাঁর স্বামী শামীমকে রাজ্জাকের ভাঙারির দোকানে আটকে রেখে কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে শর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন স্বামীর রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে।
তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা কী কারণে শামীমকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪