
চিরিরবন্দরে চুরি করতে গিয়ে দেওয়াল চাপায় মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি দোকানে সিঁধ কেটে চুরি করার সময় দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে মতিয়ার রহমান (২০) নামের একজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (৯ জুলাই) মতিয়ারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মতিয়ার রহমান একই ইউনিয়নের ডাঙারহাট এলাকার আলিমদ্দিনের ছেলে।
জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ডাঙারহাট বাজারের একটি মুদি দোকানে চুরি করার উদ্দেশ্যে যান মতিয়ার রহমান। চুরির করার জন্য তিনি দোকানের পাকা দেওয়ালে সিঁধ কাটা শুরু করেন। এ সময় সেই দেয়ালটি ভেঙে পড়ে তার শরীরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে দেওয়াল চাপা অবস্থায় মতিয়ারকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং মরদেহের সুরতহাল প্রস্তুত করি। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪