ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার এবং দুইজনকে আটক করেছে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার ও শুক্রবার বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সাথে স্বর্ণ জব্দ করা হয়।
আটকরা হলেন- এমএইচ শিবলী ও রাকিবুল হাসান।
গোপন সংবাদ জানতে পারে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শুক্রবার সকালে দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে। এরপর বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মচারীরা।
এরপর সিলেট থেকে বিমানে ওঠা এমএইচ শিবলী নামের যাত্রীকে আটক করে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মচারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করে সে। তবে তার লাগেজ স্ক্যানিং করে ২ কেজি ৯৭ গ্রাম সোনা পাওয়া যায়। যার বর্তমান বাজার মুল্য এক কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকা।
গোয়েন্দা জানায়, বিমানটি দুবাই থেকে সিলেটে অবতরণের পর এই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসেবে বিমানে উঠেছিলেন। অভ্যন্তরীণ যাত্রীর মাধ্যমে অত্যন্ত সুকৌশলে এ স্বর্ণ পাচারের চেষ্টা চলছিল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪