
তেলের দাম নিয়ে সুখবর : বাণিজ্য সচিব
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় আগামী দু-একদিনের মধ্যে দেশের বাজারেও সেটি কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ববাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফারেন্স উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তপন কান্তি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় অভ্যন্তরীণ বাজারে শিগগিরই এ দাম সমন্বয় করা হবে।
তিনি আরও বলেন, তেলের দামের ক্ষেত্রে আগামী দু’একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানালে তার পর আমরা জানাতে পারব কত টাকা কমবে। তবে এটি বলা যায় যে, তেলের দাম কমবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪