সোমবার (২১ শে ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যবিধি মেনে আগামী বছর (ইংরেজি ২০২১) ৭ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যেই স্ব স্ব অনুষদ স্নাতক চতুর্থবর্ষ ও মাস্টার্সে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
আজ সোমবার (২১ শে ডিসেম্বর) হাবিপ্রবির ৫৬ তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। একাডেমিক কাউন্সিলে সকল অনুষদের ডীনদের সমন্বয়ে অকার্যকর ফি মওকুফের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠিত কমিটিতে কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাসকে প্রধান আহবায়ক করা হয়েছে।
অকার্যকর ফি মওকুফের ব্যাপারে জানতে চাইলে কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস জানান, ‘হাবিপ্রবির উপাচার্য মহোদয় অকার্যকর ফি সমূহ মওকুফের ব্যাপারে একটি কমিটি গঠন করে দিয়েছেন। আমরা আশা করতে পারি বেশ কিছু অকার্যকর ফি মওকুফ করা সম্ভব হবে’। এসময় অধ্যাপক ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস আরো জানান, ‘হাবিপ্রবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিবে। এ ব্যাপারে হাবিপ্রবিতেও একটি ভর্তি পরীক্ষার জন্য অভ্যন্তরীণ কমিটি গঠিত হবে’। তবে একাডেমিক কাউন্সিলে হল খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪