সোশ্যাল মিডিয়ায় সবসময় আলোচনা-সমালোচনার মধ্যে থাকেন হিরো আলম। তবে এবার আলোচনায় এসেছেন আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুনকে নিয়ে।
এই নাইকাকে নিয়ে একটি সিনেমা তৈরি করছেন হিরো আলম। সেই সিনেমারটির নাম ‘বউ জামাইয়ের লড়াই’। হিরো আলম নিজেই এই সিনেমাটির পরিচালক । গতকাল (২০ নভেম্বর) থেকে সিনেমাটির শুটিং শুরু করেছেন তারা।
হিরো আলম ও নাইকা মুনমুন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত এবং আরও অনেকে । অভিনেতা ডিপজলের সাভারের বাড়িতে গতকাল (২০ নভেম্বর) থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪