বগুড়ার দুই আসন থেকে নির্বাচন করে সবাইকে তাক লাগিয়েছেন হিরো আলম। ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে একটি আসনে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এর পরই তিনি হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি। তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পর এবার মির্জা ফখরুলেরও কড়া সমালোচনা করেছেন হিরো আলম।
তিনি বলেছেন, শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্যারও আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আমাকে মানুষ হিসেবে মূল্যায়ন করেনি।
কোনো রাজনীতিবিদ কাউকে ছোট করে কথা বলতে পারে না। তারা এলিট শ্রেণির লোকদের সম্মান করে, কিন্তু নিম্নশ্রেণির লোকদের সম্মান করে না । কিন্তু তারা নিম্নশ্রেণির মানুষদের সমর্থন নিয়েই তো নেতা হয়েছে। এটি ভুলে গেছেন।
মির্জা ফখরুলের সমালোচনা করে হিরো আলম বলেন, ফখরুল স্যার বলেছেন – আওয়ামী লীগ হিরো আলমের কাছেও হেরে যায়। তার মানে কি বুঝায়, হিরো আলম একটা তুচ্ছ লোক। তিনি কিন্তু কিঞ্চিত পরিমাণও মূল্যায়ন করলেন না আমাকে। তাদের ধারণা, আমি সংসদে গেলে সংসদের অবমাননা হবে।
আমি বলতে পারি— বিএনপি এবং আওয়ামী লীগ দুদলই আমাকে তুচ্ছ বলে মনে করেছে। আমাকে মানুষই মনে করেনা।