বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের একটি প্লাস্টিক কারখানায় আগুর লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস চারজনের লাশ উদ্ধার করেছে ।
আজ মঙ্গলবার দুপুরে বিআইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে ওই কারখানায় আগুন লাগে। তবে উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় এখনো জানা যায়নি।
নওগাঁ এবং বগুড়ায় ফায়ার সার্ভিসের ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ।
নওগাঁ ফায়ার সার্ভিসের সোশ্যাল সিনিয়র কর্মকর্তা শফিউল ইসলাম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪