বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। তিনি অনস্ক্রিন থেকে শুরু করে অফস্ক্রিনেও পারফেক্ট। আমির খান যে সিনেমাতেই কাজ করেন পুরোপুরিভাবে ওই চরিত্রের জন্য গভীরে চলে যান।
এমনকি সিনেমার জন্য কখনো ওজন কমিয়েছেন আমার কখনো ওজন বারিয়েছেন । তার জনপ্রিয় সিনেমা পিকে’তে তাকে দেখা যায় এলিয়েন চরিত্রে। তিনি ভিন্ন চরিত্রে তাক লাগিয়ে দিয়েছিলেন ভক্তদের। এছাড়া নকল কান পরতে হয়েছিল ওই সিনেমায়।
রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পায় সিনেমাটি। আর আজ সিনেমাটি সাত বছর পূর্ণ করেছে। এ সিনেমার জন্য তাকে পানও খেতে হয়েছিল অনেক পরিমানে । শুনলে অবাক হবেন যে তিনি সিনেমাটিতে কাজ করার সময় ১ দিনে ১০০টিরও বেশি পান খেয়েছিলেন।
একজন সাংবাদিক আমিরকে জিজ্ঞেস করেন তিনি কতটা পান খেয়েছেন এবং তিনি পান পছন্দ করেন কি না। প্রশ্নের উত্তরে আমির খান বলেন, ‘আমি পান খেতে খুব একটা পছন্দ করিনা। তবে মাঝে মাঝে পান খাই । কিন্তু এ সিনেমার জন্য আমাকে অনেক বেশি পান খেতে হয়েছিল।’
আমির খান আরও বলেন, ভেবেছিলাম যে প্রতিটি দৃশ্যের জন্য ৫০-৬০টি পান খেতে হতে পারে। কিন্তু ছবির পরিচালক আরও বেশি খেতে বলেন, না হয় যে রকম চাচ্ছিলেন সে রকমটি হবে না। এজন্য তাকে প্রতি দৃশ্যে ১০০’র বেশি পান খেতে হতো।
শুধু তাইনয়, শুটিং শুরু করার আগে, মুখের ভেতরে এবং ঠোঁটে সঠিক রং পেতে কমপক্ষে ১০-১২টি পান খেয়েছিরেন তিনি।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪