টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে মিশন শুরু করলেও পরের দুই ম্যাচ জিতে মূল পর্বে খেলার সুযোগ পায় বাংলাদেশ দল। কিন্তু পরের সব ম্যাচ হেরে যাওয়ায় প্রাইজমানির খুব একটা টাকা পাচ্ছে না বিসিবি।এর প্রধান কারণ হলো টুর্নামেন্টের আট ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে বাংলাদেশ দল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলি প্রাইজমানি দেওয়া হবে ৫০ কোটি টাকা।
নিয়ম অণুসারে প্রথম রাউন্ডে প্রতি ম্যাচ জিতলে দল পাবে ৪০ হাজার ইউএস ডলার। তিন ম্যাচ জিতে সুপার টুয়েলভে গেলে ১ লাখ ২০ হাজার ইউএস ডলার পাবে। আর প্রথম সুপার টুয়েলভে একটি ম্যাচ জিতলে ৪০ হাজার ইউএস ডলার। আর যদি কোনো ম্যাচ না জিতেও সুপার টুয়েলভ থেকে কোনো দল বিদায় নেয় তাহলে সেই দল পাবে ৭০ হাজার ডলার।
বাংলাদেশ প্রথম রাউন্ডে দুই জয় পাওয়ায় প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার পাবে। এছাড়া সুপার টুয়েলভ নিশ্চিত করার জন্য আরও ৭০ হাজার ডলার। মোট ১ লাখ ৫০ হাজার ইউএস ডলার পাচ্ছে বাংলাদেশ। সবমিলিয়ে বিশ্বকাপে থেকে এবার বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১৬ লাখ ডলার এব রানার্সআপ দলের জন্য থাকছে ৮ লাখ ডলার।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪