
দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৭৯.০৮
গত বছরের তুলনায় এবার দিনাজপুরে শিক্ষা বোর্ডে এইচএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গতকাল বুধবার প্রকাশিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৯ দশমিক ৮ শতাংশ।
গতবছর (২০২১ সাল) পাশের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৩৪৯ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮টি জেলার ৬৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৭০৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৭৮ হাজার ৮৪৯ জন। এই শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাশের হার ৭৬ দশমিক ০৮ শতাংশ, আর মেয়েদের পাশের হার ৮২ দশমিক ১৩ শতাংশ। ছেলে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৭৫ জন, আর মেয়ে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৫৫ জন।
এই শিক্ষা বোর্ডের অধীনে মোট ৬৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আর ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি।