রংপুরে ১৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোখতারুল ইসলাম বাবুকে (৩৩) কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে নগরীর মর্ডাণ মোড়স্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অর্জন’ প্রাঙ্গণে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা মোখতারুল ইসলাম বাবু ও ওই ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হাসান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলনের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে মর্ডাণের একটি চায়ের দোকানে বাবু’র উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। স্থানীয়রা বাবুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
মানববন্ধনকারীরা বলেন, যুবলীগ নেতা মোখতারুল ইসলাম বাবু এলাকার একজন সৎ ও নিবেদিতপ্রাণ কর্মী। তিনি এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মর্ডাণ মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, বাবু’র উপর হামলার ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। আমরা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছি। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪