রাজধানীর বনানী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় চিত্রনায়িকা পরীমনি এর আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আতিকুর রহমানের আদালত বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা এ আদেশ দেন।
#আরও জানুন : কাশিমপুর কারাগার থেকে আদালতে পরীমণি
আদেশের পর সিএমএম আদালতের আট তলা ভবন থেকে পরীমনি কে বের করা হয়। এর আগে থেকে নিচে গারদ থানার সামনে কয়েকশ’ মানুষ ও সাংবাদিকরা পরীমনির জন্য অপেক্ষায় থাকেন। এর ফলে ভিড়ে হাঁটার মতো পরিস্থিতিও ছিল না। এর মধ্যেই পরীমনিকে পুলিশ কঠোর নিরাপত্তা দিয়ে গারদ থানায় নেওয়ার জন্য রওনা দেয়। পুলিশবেষ্টিত হয়ে হাঁটার সময় পরীমনি হুড়োহুড়িতে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে হাতে-পায়ে কিছুটা ব্যথা পান তিনি। পরে নারী পুলিশেরা তাকে তুলে আবার গারদ থানায় প্রবেশ করান।
এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে পরীমণিকে হাজির করা হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪