
দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রীর প্রতারণা
‘অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ (Amazon Crown Imperial) নামক একটি অনলাইন সাইটে অ্যাপসের মাধ্যমে টাকা বিনিয়োগ করে মত্র ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগে ভিত্তিতে পুলিশ প্রতারক স্বামী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এছাড়া এই প্রতারক চক্রটির ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাদবরের ছেলে কামাল হোসেন (৪২) ও তার স্ত্রী ফাহিমা আক্তারসহ (৪০) একটি প্রতারক চক্র ‘অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটে টাকা বিনিয়োগ করলে ২১ দিনের মধ্যে সেই টাকার দিগুন পাওয়া যাবে বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখায়।
প্রথম দিকে বেশ কয়েকজনকে ২১ দিনে দিগুণ টাকা ফেরতও দেয় কামাল হোসেনসহ চক্রটি।
কিন্তু যখবর বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের টাকার পরিমাণ কয়েক কোটি যায়, গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগকারীদের সন্দেহ হলে কয়েকজন বিনিয়োগকারী ১০ জুলাই রাতে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে গ্রফেতার করে।
সোমবার এক ভুক্তভোগী বাদী হয়ে আটককৃত ২ প্রতারকসহ ৭ জনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধার্থ ব্রত কুন্ডু বলেন, এই চক্রটিসহ যারা অনলাইন মার্কেটিংয়ের নামে যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। ‘অ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’র মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় ৭ জন নামধারী ও কয়েকজনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪