
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা ও সেলিনা বেগম নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের টাটকপুর বেলডাঙ্গা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন সোহেল রানা (৩৮) দিনাজপুর সদর উপজেলার রেলওয়ে কলোনির লোকমান আলীর ছেলে এবং তার স্ত্রী সেলিনা বেগম (২৮) ।
স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার সকালে নওগাঁ সাপাহার থেকে ছেড়ে আসা বাস রংপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষযটি নিশ্চিত করে জানান, বুধবার সকালে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দু’জন স্বামী-স্ত্রী। তাদের কাছে নগদ লক্ষাধিক টাকা ছিল। যা উদ্ধার করা হয়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪