দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামে এক তরুণীর হাতবাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুরহাট ওয়েসিস স্কুলের পেছনে ইছামতি নদীর পাড়ে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আইরিন আক্তার আলো চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুরহাট গ্রামের মো. আলম হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাণীরবন্দর হাট সমিতি ডাঙ্গা ইছামতি নদীর পাড়ে ড্রেনে আলোর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা কি না ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪