
সালমানের সঙ্গে কাজ করা আমার স্বপ্ন : সানি লিওন - trastnews 24
এক সময়ে পর্ন দুনিয়ার সুপারস্টার ছিলেন সানি লিওন। সেখান থেকে দিক বদলে পা দিয়েছেন বলিউডে। নিজের অভিনয়ের মধ্য দিয়ে নীল জগতের অভিনেত্রী থেকে সিনেমার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নাম।
সম্প্রতি সানি লিওনির নতুন গান ‘মধুবন’র প্রচার করতে সালমানের জনপ্রিয় শো ‘বিগ বস ১৫’- তে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে সালমানের সাথে মেতে উঠেন সানি। সালমানের সাথে সানি লিওনির রসায়ন দেখে ভক্তরা তাদের একসাথে কাজ করার জন্য বলেন ।

ভক্তদের এই কথায় সানি লিওনি বলেন, ‘সালমানের সাথে কাজ করা আমার কাছে স্বপ্ন পূরণের মতো ব্যাপার হবে। ভাগ্যে যদি থাকে একদিন সালমানের সঙ্গে কাজ করবো। তিনি খুব বড় মনের মানুষ এবং সত্যিকারের সুপারস্টার।’
তিনি আরও বলেস, ‘আমরা একে অপরকে দেখে সবসময় খুশি হই। যখন আমরা সেটে এবং ক্যামেরার সামনে থাকি তখন আমাদের খুব ভালো সময় কাটে। ক্যামেরা বন্ধ থাকলেও আমরা মজা করতেই থাকি।’
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪