দেশে দিনের পর দিন বাড়ছেই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। তাই সেদিকে লক্ষ রেখেই দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেশি। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিত এখনেও হয়নি। তাই আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। আক্রান্তের হার অতিরিক্ত বৃদ্ধি পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চলমান ইউপি নির্বাচনসহ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে কোথাও স্বাস্থ্যবিধি ঠিকভাবে মানা হচ্ছে না। আর নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়া হবে।
দের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪