২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এখন জেলে। তার সেল থেকে দামি জিনিস পাওয়ায় রীতিমতো ইডির কড়া প্রশ্নের মুখে পড়েছেন তিনি। আর সুকেশের সঙ্গে সম্পর্কের কারণে এই আর্থিক প্রতারণা মামলায় ফেঁসে গিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
তবে সুকেশের মুখে কিন্তু এখনও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। জ্যাকুলিনকে এতটাই তিনি ভালবাসেন যে, নিজের ঘাড়েই সব দোষ নিচ্ছেন। আর পুরো দুনীর্তি কাণ্ড থেকে জ্যাকুলিনকে দূরে সরিয়ে রাখার জন্য প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন।
শুক্রবার আদালতে সুকেশের দাবি, ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় জ্যাকলিন কোনোভাবেই জড়িত নন। বিচারকের সামনে সুকেশ বলেন, জ্যাকলিন এই মামলার অংশ নয়, তার কোনো চিন্তা নেই। আমি তাকে রক্ষার জন্যই এখানে আছি।
২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুকেশের ঠিকানা এখন তিহার জেল। সম্প্রতি সুকেশকে আদালতে তোলা হয়। সেখানে যাওয়ার পথেই সাংবাদিকদের দেখে সুকেশ বলে ওঠেন, আমার পক্ষ থেকে জ্যাকুলিনকে একটিবার হ্যাপি ভ্যালেন্টাইনস ডে বলো।
অন্যদিকে, জ্যাকলিন এর আগে অভিযোগ করেছিলেন সুকেশ তাকে ব্যবহার করেছে। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সুকেশ বলেন, ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ওর এভাবে কথা বলার সমস্ত অধিকার রয়েছে। আমি কিছুই বলব না।