ভারতের জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিকে নুসরাত জাহান ২০১৯ সাল থেকেই তৃণমূলের সংসদ সদস্য। তারা দুইজনই বিপরীত ধারার রাজনীতি করলেও নিজেরা অনেক ভালো বন্ধু।
বিজেপি ছাড়া নিয়ে শ্রাবন্তী টুইট করেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম । বিধানসভা নির্বাচনে দলের হয়ে নির্বাচনে লড়াই করেছি আমি। বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজের মনোভাবের অভাব রয়েছে তাদের।
এদিকে শ্রাবন্তীকে নিয়ে মুখ খুললেন নুসরাত।
নুসরাত বলেছেন, শ্রাবন্তী আমার ভালো বন্ধু। যা সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শ্রাবন্তী তৃণমূল করুক বা বিজেপি করুক ওর পাশে আমি সব সময় আছি।’
শ্রাবন্তীর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাইলেন না তৃণমূলের এ সংসদ সদস্য।
১ মার্চ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে হেরে যান তিনি। এরপর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল এ অভিনেত্রীর। অবশেষে দল ছেড়ে দিলেন শ্রাবন্তী।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪