বন্দী ছেলেকে দেখতে প্রথমবার জেলে গেছেন শাহরুখ খান। জেলে প্রায় ২০ মিনিট সময় কাটান শাহরুখ খান।
জেলে ছেলেকে দেখে ভেঙে পড়েন শাহরুখ খান। জেলের খাবার খেতে পারছেন না আরিয়ান। এই কদিনেই জেলে থেকে আরিয়ানের শরীর-স্বাস্থ্য অনেকটাই নষ্ট হয়ছে। ছেলের এই অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি শাহরুখ।
কথা বলার সময় আরিয়ান তার বাবাকে বলে ‘আই অ্যাম সরি বাবা- আমি খুবই দুঃখিত’।
শাহরুখ অবশ্য ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন। বড় কনভয় বা বড় গাড়ি নিয়ে তিনি আর্থার রোড জেলে যাননি সেদিন।
কালো কাঁচের একটি ছোট গাড়িতে করেই জেলের মূল ফটকে নামেন ভোরেই।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪