বিমানবন্দরে কখনো গোলাপি অন্তর্বাস দেখানো জিন্স-শর্ট। কখনো গণেশ ঠাকুরের সামনে খোলামেলা কুর্তা, কখনো আবার তাকে জাভেদ আখতারের নাতনি মনে করে ঠাট্টা!
‘বিগ বস ওটিটি’-তে যোগ দেওয়ার পর থেকে শিরোনামে যেন স্থায়ী জায়গা করে নিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী উরফি জাভেদ। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী।
সাক্ষাৎকারে উরফি বলেন, ‘ঠাকুরের সামনে আমি কুর্তা পরে গিয়েছিলাম। ছোট স্কার্ট বা বিকিনি তো পরিনি! অথবা ঠাকুরের সামনে নাচ করিনি। সাধারণ কুর্তা পরার জন্যেও লোকে কম কথা শোনাচ্ছে না। আমি বুঝে গিয়েছি, যাই করি না কেন, মানুষ আমাকে অপমান করবেই।’
অভিনেত্রী উরফি জাভেদ বলেন, ‘আমি রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান। বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি। আমার জিন্স পরায় নিষেধাজ্ঞা ছিল। বুক ঢাকতে হতো ওড়নায়। বাধা পেতে পেতে আমি আজ এ জায়গায় পৌঁছেছি। এখন পোশাকের বিষয়ে আমি কারও নিষেধ মানতে রাজি নই।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪