রচনা ব্যানার্জী, যিনি একটা সময়ের ছবির ব্যস্ত নায়িকা ছিলেন। সুপারস্টার প্রসেনজিতের সাথে জুটি বেঁধে একের পর এর সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। শুধু তাই নয় ‘দিদি নম্বর ওয়ান’ টেলিভিশন শো সঞ্চালনার মাধ্যমেও ব্যাপক আলোচিত রচনা।
তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না রচনা।
‘আপনার বর্তমান স্ট্যাটাস কী? আর ইউ সিঙ্গেল, ম্যারেড, হ্যাপিলি ম্যারেড, সিঙ্গেল ওয়েটিং টু মিঙ্গেল… কী?’ এসব প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন এই অভিনেত্রী।
রচনা বলেন, আমি ম্যারেড… আই অ্যাম নট হ্যাপিলি ম্যারেড। আই অ্যাম নট ডিভোর্সড।
আমার ছেলের জন্য ডিভোর্সটা করিনি। কারণ আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেয়া হোক যে তার বাবা-মা ডিভোর্সড। এটা আমার এবং আমার স্বামীর মিলিত সিদ্ধান্ত।
তাই আমরা ডিভোর্সড নই। আমরা একসঙ্গে থাকি না। কিন্তু আমরা বন্ধু।
তিনি আরও জানালেন, তার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই। অন্য কারও সঙ্গে সেটল করতে চান না।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪