
বড় কোনো শিরোপা জিততে না পারার অভিযোগ এনে বিরাট কোহলিকে একরকম জোর করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই কোনোভাবেই এই সিদ্ধান্তকে সহজ করে নিতে পারছেন না কোহলি। এ নিয়ে এখনও একরকম ক্ষোভ প্রকাশ করেই চলেছেন বিরাট।
সম্প্রতি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এক পডকাস্টে কোহলি বলেছেন, ‘আমাকে ব্যর্থ অধিনায়ক বিবেচনা করা হয়েছিল।’ এই আলাপে অনেক টুর্নামেন্টের নকআউট স্টেজে দলকে সফলভাবে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন বিরাট।
কোহলি বলেছেন, ‘দেখেন, আপনি টুর্নামেন্ট জয় করার জন্যই খেলবনে। আমি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭, ২০১৯ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ অধিনায়কত্ব করেছি। তিনটা (আসলে চার) আইসিসি টুর্নামেন্টের পরই আমাকে ব্যর্থ
ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হল।’
এসময় শিরোপা দিয়ে নিজেকে বিচার করেন না বলেও জানিয়েছেন কোহলি। তার মতে টুর্নামেন্ট নির্দিষ্ট সময়ের তবে ক্রিকেট কালচার (সংস্কৃতি) দীর্ঘ মেয়াদের।
২০১১ সালের বিশ্বকাপজয়ী দলে ছিলেন বিরাট কোহলি। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন তিনি। তবে সেসময় অধিনায়ক ছিলেন মাহেন্দ্র সিং ধোনি।