বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আন্দোলনে ব্যর্থ হলে দেশ ৫০ বছর সংকটে পড়বে। তিনি শনিবার (১২ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের প্রতিনিধি সভায় এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্রের অবসান ঘটিয়েছে। দেশে এখন কর্তৃত্ববাদী শাসন চলছে। সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করছে। মানুষ আজ ভয়ে কথা বলতে পারছে না।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনে অবশ্যই সফল হবে। কিন্তু যদি আমরা এবার আন্দোলনে ব্যর্থ হই, তাহলে দেশ ৫০ বছর সংকটে পড়বে।
মির্জা ফখরুল বলেন, সরকার দেশে বিভাজনের রাজনীতি চালাচ্ছে। তারা ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে। এতে দেশের মানুষ বিভক্ত হয়ে পড়ছে।
তিনি বলেন, বিএনপি এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। আমরা চাই দেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য একটি সমৃদ্ধ এবং সুখী দেশ হোক।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক মহলও বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তারা বিএনপির আন্দোলনকে সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, বিএনপি আন্দোলনে অব্যাহত থাকবে। আমরা অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করব।