ঈদে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তবে চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার করতে পারবে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ।
তিনি বলেন, ঈদুল আজহার কারণে ৯-১৪ জুলাই ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। এছাড়া ৮ ও ১৫ জুলাই শুক্রবার হওয়ায় বন্দরের পণ্য আমদানির কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৬ জুলাই থেকে আবার আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চলবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪