পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাকে গ্রেফতার করে রেঞ্জার্স। এই খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ডন ও জিও নিউজ।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হতে বলেছেন।
প্রধান বিচারপতি আমের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হন।
তবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তলব করবেন। তিনি বলেছেন, ‘আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে।’
আমাদের ফেসবুক লিঙ্ক ঃট্রাস্ট নিউজ ২৪