পাকিস্তানের পেশাওয়ারে বাস র্যাপিড ট্রান্সপোর্ট প্রজেক্টে প্রায় ৩ বিলিয়ন পাকিস্তানি রুপি দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে। পাকিস্তানের অডিটর জেনারেলের একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। তবে এ তথ্য প্রত্যাখান করেছেন ক্ষমতাসীন দলের প্রাদেশিক মন্ত্রী শওকত ইউসুফজাই। ইমরান খান সরকারের এ দুর্নীতি নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মেগা প্রজেক্টটি ৪৯ বিলিয়ন পাকিস্তানি রুপিতে সম্পন্ন করার কথা থাকলেও এখন এটির ব্যয় দাঁড়িয়েছে ৬৬ বিলিন পাকিস্তানি রুপি। যে প্রকল্প বাস্তবায়ন ইউনিটের তহবিল থেকে খাইবার পাখতুনখার অতিরিক্ত মুখ্য সচিবসহ একাধিক কর্মকর্তাকে ১৭.৭ মিলিয়ন রুপির ‘অননুমোদিত অর্থ প্রদান’ করা হয়েছিল।
তবে দুর্নীতির এই খবর প্রত্যাখান করেছেন দেশটির ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের প্রাদেশিক মন্ত্রী শওকত ইউসুফজাই। এদিকে খাইবার পাখতুনখোয়ার পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র ইখতিয়ার ওয়ালি দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪