ব্রাহ্মণবাড়িয়ায় গত বৃহস্পতিবার মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া ৭টি বগি উদ্ধারের একদিন না পেরোতেই অতিরিক্ত গরমে আবারও লাইন বেকে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকাগামী (আপ লাইনে) ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি শেষে দাড়িয়াপুর এলাকা অতিক্রম করার পরপরই লাইনটি বেঁকে যায়।
স্টেশন মাস্টার জানান, ২ দিন আগে মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর রেলওয়ের মেরামতকারী দল প্রায় ৩০ ঘণ্টা পর লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে, স্বাভাবিক হওয়ার ১৬ ঘণ্টা পর ফের একইস্থানে অত্যধিক গরমে রেললাইন বেঁকে যায়। এতে ঢাকা অভিমুখী (আপলাইন) ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
তিনি আরও জানান, ডাউন লাইনের অবস্থাও ভালো নয়। গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই লাইনে ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মালবাহী একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে রেললাইন বেঁকে যাওয়ার কারণেই এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। এরপর ৩০ ঘণ্টা তৎপরতা চালিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আপলাইন ট্রেন চলাচলের উপযোগী করে রেলওয়ে বিভাগ।