
চট্টগ্রামে বাসার গ্রিল কেটে ৫০ ভরি স্বর্ণালংকার চুরি
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগকারী ব্যক্তির নাম মহিউদ্দিন খাদেক খান। তিনি কর্ণফুলী সার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন)। চুরির ঘটনায় তিনি চান্দগাঁও থানায় মামলা করেছেন।
এসময় মহিউদ্দিন বলেন, রোববার ভোররাত ৩টার দিকে তাঁর বাসার দরজায় গ্রিল কেটে ৩-৪ জন চোর ভেতরে ঢোকে। এ সময় বাসায় ছিলেন তিনি, তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। চোরেরা ঘরে ঢুকে আলমারি ভেঙে ফেলে। বাধা দিতে চাইলে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি আরও বলেন, তাঁর ঘর থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, ১টি ডায়মন্ডের আংটি,২টি ডায়মন্ডের রিংসহ ৬৪ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।
তাঁর বাসাটি দুই তলার। নিচতলায় বসার কক্ষ। ওপরে শোয়ার ঘর। চোরেরা নিচতলার গ্রিল কেটে বাসায় ঢোকে।
পুলিশ জানয়,উক্ত চুরির ঘটনায় ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪