দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘরের কয়েলের আগুনে ৪ পরিবারের ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগ্নিকাণ্ডে ধান, চাল, নগদ টাকা, কাপড়, বই, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গিয়েছে।
গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র ব্রাক্ষণপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এখন খোলা আকাশের নিচে বসবাস করছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এ ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ।
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখেন মৃত কালিদাস রায়ের ছেলে ভূপতি রায়, মৃত ক্ষীতিশ রায়ের ছেলে রঞ্জন রায় ও হরিদাস রায়। বুধবার রাত আনুমানিক ৮টায় কয়েল জ্বালিয়ে রাখা গোয়াল ঘর হতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়াল ঘরের তিনজন মালিকসহ প্রতিবেশী মৃত তারক নাথ রায়ের ছেলে নরেশ রায় ও মৃত কালিপদ রায়ের ছেলে নন্দলাল রায়ের ১৬টি ঘরে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে এবং ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভায় ।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫ লাখ টাকার মালামাল।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪