দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ৭৬ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৮ জনসহ এ পর্যন্ত ৩৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়ে ছেন। একই সময়ে নতুন ৬ জনসহ এ পর্যন্ত ৩৩৯৫ জন সুস্থ হয়েছেন। তবে আক্রান্ত ৩৫৩৩ জনের মধ্যে ৩৩৯৫ জন সুস্থ ও ৭৬ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে মাত্র ৬২ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৩৫৩৩ জনে। একই সময়ে নতুন ৬ জনসহ এ পর্যন্ত ৩৩৯৫ জন সুস্থ হয়েছেন। আর ফুলবাড়ী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দিনাজপুর জেলায় এ পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত নতুন ৮ জনের মধ্যে সদর উপজেলাতে ৭ জন ও বিরল উপজেলায় একজন। রবিবার আক্রান্তের হার ছিল ১৬ শতাংশ।
জেলায় আক্রান্ত ৩৫৩৩ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ১৭১৪ জন। এছাড়া বিরলে ২৩৫ জন, বিরামপুরে ২৮৬ জন, বীরগঞ্জে ১১৩ জন, বোচাগঞ্জে ১০২ জন, চিরিরবন্দরে ১৬৩ জন, ফুলবাড়ীতে ১৩০ জন, ঘোড়াঘাটে ৮৩ জন, হাকিমপুরে ৮৩ জন, কাহারোলে ১১৯ জন, খানসামায় ৭৯ জন, নবাবগঞ্জে ১০৮ জন ও পার্বতীপুর উপজেলায় ৩১৮ জন।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ৯ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় দুইজন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৫ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ৭৪টি নমুনাসহ এ পর্যন্ত ২১৩০৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৯টি এ পর্যন্ত ২০৯০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৩৩ জনসহ এ পর্যন্ত ২৫০০১ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৪৫ জন ও ১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।