দিনাজপুরে আরো ১৭ জনসহ এ পর্যন্ত ৪১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ১৪ জনসহ এ পর্যন্ত ৩৮৬৭ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৪১৪৪ জনের মধ্যে ৩৮৬৭ জন সুস্থ ও ৯০ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৮৭ জন।
দিনাজপুর সিভিল সার্জন অফিস জানায়, মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪১৪৪ জনে। একই সময়ে নতুন ১৪ জনসহ এ পর্যন্ত ৩৮৬৭ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৭ জনের মধ্যে সদর উপজেলাতেই ১১ জন। এছাড়া বিরলে একজন, বীরগঞ্জে একজন, ফুলবাড়ীতে একজন ও পার্বতীপুর উপজেলায় একজন। মঙ্গলবার আক্রান্তের হার ছিল ১৬ দশমিক ২ শতাংশ।
জেলায় আক্রান্ত ৪১৪৪ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ২০৯০ জন। এছাড়া বিরলে ২৬২ জন, বিরামপুরে ৩১০ জন, বীরগঞ্জে ১৩৩ জন, বোচাগঞ্জে ১২২ জন, চিরিরবন্দরে ১৮৮ জন, ফুলবাড়ীতে ১৫১ জন, ঘোড়াঘাটে ৮৪ জন, হাকিমপুরে ৮৪ জন, কাহারোলে ১৪৩ জন, খানসামায় ১০৫ জন, নবাবগঞ্জে ১২০ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৫২ জন।
সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৪ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন অফিস আরো জানায়, গত ২৪ ঘন্টায় ৯৮টি নমুনাসহ এ পর্যন্ত ২৬৬৪৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১০৫টি এ পর্যন্ত ২৫৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৬১ জনসহ এ পর্যন্ত ২৭৪০০ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬৫ জনসহ কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে ২৬২৯৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬৬ জন ও ২১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪