দিনাজপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪২১৪ জনে। একই সময়ে নতুন ১২ জনসহ এ পর্যন্ত ৩৯৩৬ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৪২১৪ জনের মধ্যে ৩৯৩৬ জন সুস্থ ও ৯০ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৮৮ জন।
দিনাজপুর সিভিল সার্জন অফিস জানায়, শনিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪২১৪ জনে। একই সময়ে নতুন ১২ জনসহ এ পর্যন্ত ৩৯৩৬ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে সদর উপজেলাতে ৭ জন। এছাড়া বিরামপুরে একজন ও বোচাগঞ্জ উপজেলায় একজন। শুক্রবার আক্রান্তের হার ছিল ১৮ শতাংশ।
জেলায় আক্রান্ত ৪২১৪ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ২১৩৫ জন। এছাড়া বিরলে ২৬৩ জন, বিরামপুরে ৩১১ জন, বীরগঞ্জে ১৩৬ জন, বোচাগঞ্জে ১২৪ জন, চিরিরবন্দরে ১৯০ জন, ফুলবাড়ীতে ১৫৪ জন, ঘোড়াঘাটে ৮৫ জন, হাকিমপুরে ৮৪ জন, কাহারোলে ১৪৬ জন, খানসামায় ১০৯ জন, নবাবগঞ্জে ১২১ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৫৬ জন।
সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৪ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন অফিস আরো জানায়, গত ২৪ ঘন্টায় ৮৭টি নমুনাসহ এ পর্যন্ত ২৭০৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫০টি এ পর্যন্ত ২৫৯৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৩৬ জনসহ এ পর্যন্ত ২৭৬৪৩ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪০ জনসহ ২৬৫৪০ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৫৯ জন ও ২৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪