আমদানি বাড়ায় দিনাজপুরে কমছে কাঁচা মরিচের দাম । একদিন আগের ৫০০ টাকা কেজি দরের মরিচ এখন বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকায়। ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে মরিচ আমদানি এবং স্থানীয়ভাবে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করে।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীরা যে দামে কাঁচা মরিচ কৃষকের কাছ থেকে কিনছেন তার দ্বিগুণ দামে বিক্রি করছেন।
দিনাজপুরের বাহাদুর বাজারে কাঁচা মরিচ কিনতে সোহেল রানা বলেন, কাঁচা মরিচের দামের যে ঊর্ধ্বমুখী তাতে ঈদের আগের দিন থেকে কিনিনি। আজ রোববার দুপুরে ২৫০ গ্রাম মরিচ ৮০ টাকায় কিনলাম।
আরেক ক্রেতা আব্দুল আলিম বলেন, কাঁচা মরিচের দাম অনেক বেশি, তাই অন্য সবজি কিনলেও মরিচ কিনিনি। দাম কমতে শুরু করেছে, ভারত থেকেও নাকি মরিচ আসছে। আরও দাম কমুক তার পরই না হয় কাঁচা মরিচ খাবো।
হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, সরবরাহ কমে দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্থিতিশীল হয়ে উঠেছে। সরকার ভারত থেকে মরিচ আমদানির অনুমতি দিয়েছে। ৩ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পাওয়া গেছে। আগামীকাল সোমবারই কাঁচা মরিচ বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪