
মানিকগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
মানিকগঞ্জে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে জেলা শ্রমিক লীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে শহীদ মিনারে ফুল দেয়ার জন্য শ্রমিক লীগের নেতা বাবুল সরকারের নাম ঘোষণা করার পর উত্তেজনার তৈরি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে জেলা শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল ও বাবুল সরকারের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হাতাহাতিতে ১০ জন আহত হন।
ওসি আরও জানান, পরে স্থানীয় সিনিয়র নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা কথা বলতে রাজি হননি। অন্যদিকে, শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল ও বাবুল সরকারকে মুঠোফোনে পাওয়া যায়নি।