দিনাজপুরসহ দেে একজন করে মোট ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী দুইজন। প্রতিদ্বন্দ্বি এসব প্রার্থী এরই মধ্যে প্রচার-প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। সামাজিক যোগাশের ৬১ পৌরসভায় দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারী-২০২১ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনাজপুর পৌরসভার নির্বাচনে এবারে মেয়র পদে সম্ভাব্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগের ১২ জন, বিএনপির ৫ জন, জাতীয় পার্টি, জাগপা ও বিকল্প ধারা’রযাগ মাধ্যম ফেসবুকে প্রচারনাসহ লিফলেট বিতরণ, পোষ্টার, ব্যানার টাঙিয়ে ও বাইসাইকেল র্যালি করে নিজেদের প্রার্থী হওয়ার খবর জানান দিচ্ছেন। অনেকেই আবার সংক্ষিপ্ত পরিসরে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছেন।
সারা দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। দ্বিতীয় ধাপে ২ ডিসেম্বর দেশের ৬১ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০২১ সালের ১৬ জানুয়ারী এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ২২ নভেম্বর ২৫ পৌরসভায় প্রথম ধানের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এসব পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুীষ্ঠত হবে। এমন খবরে দিনাজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নিজেদের পক্ষে মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন।
ক্ষমতাসিন আওয়ামী লীগ, প্রধান বিরোধী বিএনপি, জাতীয় পার্টি, জাগপা ও বিকল্প ধারাসহ বিভিন্ন দলের প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারনায় নেমে পড়েছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি বসে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারনাসহ লিফলেট বিতরণ, পোষ্টার, ব্যানার টাঙিয়ে ও বাইসাইকেল র্যালি করে নিজেদের প্রার্থী হওয়ার খবর পৌরবাসিকে জানিয়ে দিচ্ছেন। তবে এবারে পৌর নির্বাচনে জামায়াতের কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নেই বলে দলীয় সূত্রে জানা গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী দিনাজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য ২২ জন প্রার্থীর নাম পাওয়া গেছে। এর মধ্যে ক্ষমতাসিন আওয়ামী লীগের মেয়র পদে সম্ভাব্য ১২ জন প্রার্থীর নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন-দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ তৈয়ব উদ্দীন চৌধুরী, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তহিদুল হক সরকার, দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি ও দিনাজপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিশিষ্ট সমাজসেবক রাশেদ পারভেজ, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. আমজাদ হোসেন’র ছেলে দিনাজপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মওকত হোসেন বুল্লা।
এছাড়াও দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের বর্তমান সাধারণ সম্পাদক মো. সফিকুল হক ছুটু, জেলা পরিষদের সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক মোঃ ফয়সাল হাবিব সুমন, দিনাজপুর পৌরসভার তিন বারের নির্বাচিত ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিশিষ্ট আবু তৈয়ব আলী দুলাল, ১১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নির্বাচিত বর্তমান কাউন্সিল দিনাজপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সানোয়ার হোসেন সরকার, জেলা আইনজীবী সমিতির সদস্য একমাত্র মহিলা প্রার্থী এ্যাড. রাবেয়া ফেরদৌস রুশি ও খোকন মৌলভীর ছেলে কাজী মোঃ আশরাফুল ইসলাম শান্ত।
বিএনপি’র মেয়র পদে সম্ভাব্য ৫ জন প্রার্থীর নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন-দিনাজপুর পৌরসভার পরপর দুইবারের নির্বাচিত বর্তমান মেয়র বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা মোঃ আখতারুজ্জামান জুয়েল, দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান, দিনাজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সাপ্তাহিক গাজী পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী মোঃ জাহাঙ্গীর আলম।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আহমেদ শফি রুবেল, জাগপা’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা জাগপা’র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মাহবুব আলম ননী, বিকল্প ধারা বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার নেতা দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ আরাফাত হোসেন মেয়দ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্যাটেলাইট টিভি চ্যানেল সময় টিভি’র স্টাফ রিপোর্টার (দিনাজপুর) গোলাম নবী দুলাল, আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ সাদিকুল ইসলাম জয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৪৯ ও মহিলা ভোটার ৬৭ হাজার ৮১৫ জন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪