২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, ২০২২ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের দিয়ে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসেই কারণ তারা এ বছরও শ্রেণিকক্ষে বেশিরভাগ সময় ক্লাস করতে পারেনি।
তিনি বলেন, সামনে বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই । তাই পরীক্ষা কিছুটা পেছানো হবে। তবে কতটা পেছানো হবে, তা এ মুহূর্তে বলা খুব কঠিন। কারণ সারা বিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দুবছরই কিন্তু মার্চ মাসের দিকে করোনা বেড়েছিল।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে, তা আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব।
২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা হবে কি না- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, কতদিন আমরা তাদের ক্লাস করাতে পারব, সেটির ওপর নির্ভর করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪