দিনাজপুরের ঘোড়াঘাটে ব্র্যাক ব্যাংকের আজাদমোড় আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহঃপতিবার (২৬ নভেম্বর) দুপুরে পৌর এলাকার আজাদমোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং আজাদমোড় আউটলেট শাখাটির উদ্বোধন করেছেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ভুট্টু, ব্র্যাক ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার মাহফুজুর রহমান মন্ডল , ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, একটি এলাকার উন্নয়নের মূল চাবি কাঠি ব্যাংকিং সেবা এবং সড়ক যোগাযোগ। ঘোড়াঘাটে পর পর বেশ কয়েকটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন হলো। এতে করেই বোঝা যায় ঘোড়াঘাট দূর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি আজিম উদ্দিন বলেন, গত দুই মাসে ঘোড়াঘাটে চারটি এজেন্ট ব্যাংকের উদ্ভোধন হয়েছে। আমরা ঘোড়াঘাট থানা পুলিশ দিন রাত ২৪ ঘন্টা আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে প্রস্তুত আছি। বর্তমান উন্নয়নশীল সরকারের হাত ধরে সারা দেশের ন্যায় আমরাও ঘোড়াঘাটকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু বলেন, চলমান ‘মুজিব বর্ষে’ আমরা ঘোড়াঘাটে এত গুলো ব্যাংকের গ্রাহক সেবা পেলাম। ঘোড়াঘাটের মানুষ অত্যান্ত শান্তি প্রিয়। আমরা একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে ঘোড়াঘাটকে এগিয়ে নিয়ে যেতে চাই। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এজেন্ট ব্যাংকিং সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং নতুন এই এজেন্ট শাখার মাধ্যমে গ্রাহককে অন্য সকল ব্যাংকের চেয়ে উন্নত সেবা প্রদান করা হবে বলে আশ্বস্থ করেন।