কিছুদিন হলো ওমরাহ করে দেশে ফিরেছেন অভিনেত্রী মাহি। দেশে ফিরেই ১৭ ডিসেম্বর থেকে ‘কাগজের বৌ’ শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার।
কিন্তু হুট করে বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে মাহি জানান, সেই ছবি করছেন না তিনি। এ ছবিতে নায়ক হিসেবে রয়েছেন ইমন।
মাহি না থাকায় এ ছবিতে নায়িকা হয়েছেন অভিনেত্রী পরীমনি। খবরটি নিশ্চিত করেছেন ‘কাগজের বৌ’ ছবির নির্মাতা চয়নিকা।
চয়নিকা বলেন, চিত্রনায়িকা পরীমনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। সেখান থেকে সোজা শুটিং স্পটে হাজির হন। এজন্য পরীমনির প্রতি আমি কৃতজ্ঞ। এই ছবিতে ইমন ও পরীমনির সঙ্গে আরও থাকছেন ডি এ তায়েব।
এর আগেও চয়নিকার ছবিতে অভিনয় করেছেন পরীমনি। ব্যক্তিগতভাবেও সুসম্পর্ক রয়েছে তাদের। চয়নিকা ‘মা’ বলেই সম্বোধন করেন পরীমনি। এ নায়িকার বিপদে পাশে দাঁড়াতে দেখা গেছে এই নির্মাতাকে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪