আইফোনের নতুন সংস্করণের ঘোষণা আসে প্রতি বছরের সেপ্টেম্বরে। বিক্রির জন্য তা বাজারে ছাড়া হয় আরও কিছুদিন পরে। গুঞ্জন ছিল, এবছর পিছিয়ে যেতে পারে আইফোন ১৫ সিরিজ উন্মোচনের দিন-তারিখ। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, নির্ধারিত সময়েই আসছে আইফোনের নতুন সিরিজ।
ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টের ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল। এর মধ্য দিয়ে সামনে এসেছে আইফোন ১৫ সিরিজ উন্মোচনের আনুষ্ঠানিক তারিখ। ইভেন্টটি আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যার লাইভ স্ট্রিম হবে অনলাইনে।
এদিকে, চলতি বছর বাজারে আসতে যাওয়া আইফোন ১৫ প্রো লাইনআপে আসতে পারে বড় কিছু পরিবর্তন। এর সঙ্গে বাড়তে পারে মডেলগুলোর দামও।
এছাড়া, নতুন ডিসপ্লে প্রযুক্তির সুবাদে আইফোন ১৫ প্রো লাইনআপের ফোন স্ক্রিনের বেজেল আগের চেয়ে সরু হবে। বলা হচ্ছে, বেজেলের আকার আগের মডেলের ফোনের তুলনায় এক-তৃতীয়াংশ কমে আসতে পারে।
পাশাপাশি, নতুন সিরিজের ফোনে ক্যামেরা ও চার্জিং পোর্টসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনে চমক দিতে পারে অ্যাপল। তবে এবার যুক্তরাষ্ট্রের বাইরে আইফোনের দাম বাড়তে পারে। গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্রে না বাড়লেও অন্যান্য দেশে আইফোনের ম্যাক্স মডেলগুলোতে দাম বাড়তে পারে ২০০ ডলার পর্যন্ত।