নদী এলাকায় কুয়াশার সাথে শীতের তীব্রতা বেড়েই চলেছে । আবহাওয়া অফিস জানিয়েছ, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আগামী ৩ দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তি
রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫, ময়মনসিংহে ১২.৭, চট্টগ্রামে ১৫.৫, সিলেটে ১৩.৭, রাজশাহী ১২, রংপুরে ১৩, খুলনায় ১৪.৫ এবং বরিশালে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪