করোনা পরিস্থিতি আবারও বৃদ্ধি পাওয়ায় আগামী ৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘পাখিমেলা ২০২২’ স্থগিত করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) পাখি মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করার কথা ভাবছে। আমাদের প্রস্তুতি শেষের দিকে হলেও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাখিমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।
এর আগে, মঙ্গলবার রাতে প্রাধ্যক্ষ ও অনুষদ ডিনদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সবাই জনসমাগম নিষিদ্ধ করা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ব্যাপারে জোর সুপারিশ করেন।
২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে পাখিমেলার আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। করোনাভাইরাসের কারণে গতবছরও পাখিমেলা হয়নি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪