কাবুলের পুরোপুরি দখল নিল তালিবান, ক্ষমতা হারাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। প্রেসিডেন্ট ভবনে পৌঁছেছে তালিবানের প্রতিনিধি দল। শান্তিপূর্ণভাবে চলছে ক্ষমতা হস্তান্তরের কাজ।
এর আগে, আফগানিস্তানে তালেবানের অবিশ্বাস্য সামরিক সাফল্যের দিকে আফগান সরকার তো বটেই, পুরো বিশ্বই এখন হা হয়ে তাকিয়ে রয়েছে, কারণ গত সাত দিনে ডজন-খানেকের বেশি প্রাদেশিক রাজধানী শহর তাদের দখলে চলে গেছে।
এক্ষেত্রে আরও যা বিস্ময়কর তা হলো, এগুলোর মধ্যে সাতটিই হলো আফগানিস্তানের উত্তর এবং উত্তর-পশ্চিমের প্রদেশ, যেখানে তালেবান অতীতে কখনই তেমন কর্তৃত্ব করতে পারেনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪