ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিয়ের এক বছর হতে না হতেই সুখবরের আভাস পাওয়া গেলো। মানে অন্তঃসত্ত্বা তিনি। যদিও মা হওয়ার আনুষ্ঠানিক কোনো কথা কাজলের মুখ থেকে শোনা যায়নি।
ভারতীয় গনমাধ্যম থেকে জানা যায়, সম্প্রতি কাজল সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। যে ছবিতে ফুটে উঠেছে তার বেবি বাম্প। অনেকে সেই ছবির কমেন্ট বক্সে শুভ কামনা জানান
বন্ধুর সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন কাজল। ক্যাপশনে লিখেছিলেন, ‘বেয় ও আমি।’ বেইজ রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। ভক্তদের দাবি, সেই ছবিতেই কাজলের ছোট্ট বেবি বাম্প স্পষ্ট ফুটে ওঠেছে।
২০২০ সালের ৩০ অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল। মুম্বাইয়ের তাজ হোটেলে বসেছিল এই জুটির ছিমছাম বিয়ের আসর। করোনা আবহে কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছিলেন তারা। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার গৌতম।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪