দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত মূল্যবান ৭টি কষ্টি পাথরের মূর্তি সাদৃশ খন্ড কষ্টি পাথরসমূহ জেলার কাহারোল উপজেলার কান্তনগর প্রত্নতান্তিক জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২০) উদ্ধারকৃত মূর্তি সাদৃশ খন্ড কষ্টি পাথর সমূহ পত্নতন্ত অধি দপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালকের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
এ সময় দিনাজপুর ব্যাটালিয়ানের (৪২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম, উপ-অধিনায়ক সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম এবং রাজশাহী প্রত্নতাত্বিক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মোছাঃ নাহিদ সুলতানা উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ রেজাউল করিম কর্তৃক গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।